বুধবার, ২২ জুলাই, ২০১৫

পাইকগাছায় ছাত্রী-শিক্ষকের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ : শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবীতে মানববন্ধন

খুলনার পাইকগাছায় ছাত্রী-শিক্ষকের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এলাকাবাসীর উদ্যেগে বুধবার সকালে গজালিয়াস্থ পাইকগাছা-কয়রা সড়কে ইউপি সদস্য এস,এম মজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি জি,এম ইকরামুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, উদয়ন সংঘের সভাপতি বি,এম আনিছুর রহমান, আলহাজ্ব আব্দুল আজিজ, বাবুল আকতার মোড়ল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনি আমিন ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হযরত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাপ্পি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ হোসেন বাবু, শিক্ষার্থী মাওলাত হোসেন, আল-আমিন, ফৌজিয়া আফিয়া তন্নি ও সাবিকুন্নাহার রুমকি।
 
 উল্লেখ্য, উপজেলার গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামের সাথে একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর ধারণকৃত আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়। এরই প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে শিক্ষার্থীসহ এলাকার শতশত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষক রফিকুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবী জানান।

শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের প্রধান ঈদের জামাত আজ শনিবার সকাল 9 টায় ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। একই স্থানে এলাকার সর্ববৃহৎ মহিলা ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামের দায়িত্ব পালন করেন ক্বারী নূর মোহাম্মদ এবং খুৎবা পাঠ করেন মাওঃ মাসুদুর রহমান।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের প্রধান ঈদের জামাত আজ শনিবার সকাল 9 টায় ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। একই স্থানে এলাকার সর্ববৃহৎ মহিলা ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামের দায়িত্ব পালন করেন ক্বারী নূর মোহাম্মদ এবং খুৎবা পাঠ করেন মাওঃ মাসুদুর রহমান।

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫

পাইকগাছায় হাত-পা বেঁধে পিটিয়ে যুবককে হত্যা

কয়রা সংবাদ : উপজেলার পল্লীতে প্রেমিকার পিতার বাড়ির লোকজন বাড়িতে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে মুখে বিষ ঢেলে প্রেমিক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হৃদয়বিদারক এই ঘটনাটি গতকাল সোমবার দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামে ঘটেছে। হতভাগা যুবকের নাম মিঠু গাজী (২৮)। নিহত মিঠু পার্শ্ববর্তী সিলেমানপুর গ্রামের জনৈক বাক্কার গাজীর পুত্র।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিরাশী গ্রামের ধনাঢ্য হোসেন আলী গাজী ওরফে হোসেন কবিরাজ’র কন্যার সাথে ২/৩ বছরযাবৎ প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারের সদস্যরা জানতো। নিহত মিঠুর মা আলেয়া বেগম বলেন, হোসেন কবিরাজের বাড়িতে আমাকে (মিঠু) ডেকে পাঠিয়েছে এমন কথা জানালে আমি তাকে সেখানে যেতে বারন করি। মিঠুর পিতা বাক্কার গাজী বলেন, বেলা সাড়ে ১২টার দিকে মিঠু আমাকে ফোন দিয়ে বলে, আব্বা হোসেন কবিরাজের বাড়িতে তিন-চার জন আমাকে মেরে আমার গালে (মুখে) বিষ ঢেলে দিয়েছে। আব্বা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে কাঁদতে থাকে। মিঠুর পিতা হোসেন কবিরাজের বাড়িতে পৌঁছানোর আগেই এলাকাবাসি মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে মিঠুর অবস্থা বেগতিক দেখে ডাক্তাররা তাকে দ্রুত খুলনায় নেয়ার পরামর্শ দেন। সাথে সাথে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে আগড়ঘাটা বাজার এলাকা পর্যন্ত পৌঁছালে মিঠু মৃত্যুর কোলে ঢলে পড়ে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনায় প্রেরণ করেছে। লাশের সুরোতহাল রিপোর্ট প্রস্তুতকারী থানার দারোগা আবু সাঈদ বাক্কার গাজীর মোবাইলে রেকর্ডকৃত মিঠুর আকুতি শুনেছি স্বীকার করে বলেন, নিহতের শরীরে কিছু দাগের চিহ্ন পাওয়া গেলেও কিসের দাগ তা নিশ্চিৎ হওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

রবিবার, ১২ জুলাই, ২০১৫

কয়রায় বনদস্যু আটক ২টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার

 কয়রা থানা পুলিশ এক অভিযান চালিয়ে সুন্দরবনের কুক্ষ্যাত বনদস্যু ইমদাদ বাহিনীর সদস্য কামরুল ইসলাম(৩০)কে আটক করেছে।
এসময় পুলিশ জনতার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ২টা পিস্তল ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায়,কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে এস আই আলাউদ্দীন,এএস আই রফিক সঙ্গিয় ফোর্স নিয়ে শুক্রুবার রাত ১১ টায় উপজেলার বাগালী ইউপির হোগলা ব্রীজ সংলগগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, আটককৃত কামরুল সুন্দরবনের বনদস্যু ইমদাদ বাহিনীর সক্রিয় সদস্য। সে তালা থেকে সুন্দরবনে ইমদাদ বাহিনীতে যোগ দিয়ে দস্যুতা চালানোর উদ্যেশ্যে জাওয়ার পথে গোপন সংবাদে খবর পেয়ে হোগলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২টি পিস্তল ও তিন রাউন্ড রাইফেলের গুলি (পিস্তলে ব্যাবহার যগ্য) উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে পুলিশ শুক্রুবার রাতেই কয়রা থানায় অস্ত্র আইনের ১৯/এ এফ ধারায় মামলা দায়ের করেছে। কয়রা থানার মামলা নং-৮।
আটককৃত বনদস্যু কামরুল জানান,পিস্তল দুটি কপিলমুনি এলাকার জনৈক্য বাবলু তাকে সুন্দরবনে ইমদাদ বাহিনির নিকট পৌছে দেওয়ার জন্য পাঠিয়েছিল। আটককৃত বনদস্যু কামরুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার মুড়োগাছা এলাকার জিল্লার রহমানের পুত্র।

রবিবার, ৫ জুলাই, ২০১৫

≠ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার◄≠

পাইকগাছা ডেস্ক :
পাইকগাছায় এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ কপোতাক্ষ নদ থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মৃতদেহটি আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের সুকুমার ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৩১) এর বলে সনাক্ত করা হয়েছে।
ঘটনার দিন,রবিবার সকালে মৃত দেহটি শিবসা নদী হয়ে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে রাড়ুলী আর.কে.বি.কে ইনস্টিটিউট সংলগ্ন কপোতাক্ষ নদে আটকে যায়। পরে খবর পেয়ে পাইকগাছা থানার ওসি (তদন্ত) শ্যামলাল নাথ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

শুক্রবার, ৩ জুলাই, ২০১৫

►পাইকগাছায় রমজানে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে বেগুন ও কাঁচা মরিচ◄



পাইকগাছায় বেগুন ও কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। 
পবিত্র মাহে রমজানের গত ১৫ দিনে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে হাট বাজারগুলোতে। ফলে প্রয়োজনীয় এ দুটি নিত্য পন্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় মাহে রমজানের সুযোগ কাজে লাগিয়ে বিক্রেতারা খুচরা মূল্য বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার সকালে পৌর কাঁচা বাজারে দেখা গেছে, রমজানের আগে যে বেগুনের কেজিপ্রতি মূল্য ছিল ৩০-৩৫ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে। কাঁচা মরিচের ৫০-৬০ টাকার স্থলে ১২০ টাকা। এদিকে পিঁয়াজ-রসুন থেকে শুরু করে কাচ কলা, পটল, ঝিঙে, পেঁপে সহ অন্যান্য সবজির মূল্য অনেকটাই স্বাভাবিক থাকলেও পৌর বাজার, সরল বাজার, জিরো পয়েটস্থ বউ বাজার, নতুন বাজার, মানিকতলা হাট, গদাইপুর হাট, আগড়ঘাটা বাজার, কপিলমুনি হাটসহ উপজেলার প্রায় প্রতিটি হাট বাজারে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে বেগুন এবং কাঁচা মরিচ।
এ ব্যাপারে পৌর বাজারের ব্যবসায়ী আশিকুল জানান, বর্তমানে অন্যান্য সবজির মূল্য স্বাভাবিক থাকলেও বেগুন ও কাঁচা মরিচের দাম গত ১৫ দিনে প্রায় দ্বিগুন পেয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সরবরাহ কম থাকায় দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে, ব্যবসায়ী মুন্না।
রমজানের শেষ দিকে হলেও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হোক এমনটাই দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
A post by Voice of Paikgacha.

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে গতকাল বৃহস্পতিবার আন্তঃ পৌরসভা ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে গতকাল বৃহস্পতিবার আন্তঃ পৌরসভা ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।



A post by Voice of Paikgacha.

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫

পাইকগাছায় পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয়ায় নববধুর আত্মহত্যা



ডেস্ক রির্পোট : পাইকগাছায় দীপিকা রাণী মন্ডল (১৬)
নামে এক নববধু গলায় ওড়না পেচিয়ে
আত্মহত্যা করেছে। 

এ ঘটনায় থানায়
অপমৃত্যু মামলা হয়েছে। নিজের পছন্দের
ছেলের সাথে বিয়ে না দেয়ায়
আত্মহত্যার কারণ বলে এলাকাবাসীরা
জানিয়েছে।
জানা গেছে, উপজেলার সোলাদানা
গ্রামের অমল কৃষ্ণ মন্ডলের মেয়ে
দীপিকা রাণী মন্ডলকে দু’মাস আগে
ডুমুরিয়া উপজেলার গোলাপদাহ
গ্রামের বিমল মন্ডলের ছেলে সুমন
মন্ডলের সাথে বিয়ে দেয়। নিজের
ইচ্ছার বিরুদ্ধে পিতা-মাতার দেয়া
বিয়ে মেনে নিতে না পেরে
দীপিকা রাণী মানসিক অশান্তিতে
ভুগতেছিল। ঘটনার দিন বৃহস্পতিবার
ভোরে পিত্রালয়ের বসতবাড়ীর ঘরে
আড়াই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
যার নং- ২৩/১৫। এ রিপোর্ট লেখা
পর্যন্ত থানার এস,আই রোকনুজ্জামান
ঘটনাস্থল পরিদর্শন করছিলেন।

বুধবার, ১ জুলাই, ২০১৫

পাইকগাছা পৌরসভা ও নবলোক আয়োজিত নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বুধবার বিকেলে পাইকগাছা কলেজ ভবনে।


ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন যুগ্ম সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার অমিয় কুমার ঘোষ।



ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন যুগ্ম সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার অমিয় কুমার ঘোষ।












ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের নবীন বরণ 2015 অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজাতা আমিন বনানী।

মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

নাসির, আমাদের ক্ষমা করুন

নাসির, আমাদের ক্ষমা করুন

≠ নাসির, আমাদের ক্ষমা করুন ≠
০১/০৭/২০১৫
কয়রার সংবাদ : ব্যাপারটা অভাবনীয়ই ছিল নাসির হোসেনের জন্য। তিনি কখনোই ভাবেননি যে একটি ফেসবুক পোস্টে এ দেশের কিছু মানুষের রুচিবোধের এমন কদাকার রূপ তাঁকে দেখতে হবে। দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার কিছু মানুষের এমন রূপের পরিচয় পেয়ে হতভম্ব, ব্যথিত।
ঘটনাটা ভারতের বিপে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরদিন। দণি আফ্রিকা সিরিজ আসন্ন। অনুশীলন শুরু হওয়ার আগে হাতে কিছু সময় পেয়েছিলেন। সেই সময়টা নষ্ট না করে রংপুওে দেশের বাড়িতে একটু ঘুরে আসতে চাইলেন। তাঁর সঙ্গে ছিল তাঁর বোন। ছুটির আমেজে বিমানে উঠে বোনের সঙ্গে তুললেন একটা সেলফি। 


একে তো ভারতের বিপে দুর্দান্ত এক সিরিজ জয়ের আনন্দ, তার ওপর ছুটি। নিজের আনন্দ ভাগ করে নিতে চাইলেন ভক্তকুলের সঙ্গে। ফেসবুকে নিজের ফ্যানপেজে তুলে দিলেন সেই ছবি। এসব েেত্র যা হয় আর কি, হু হু করে পড়তে লাগল ‘লাইক’। ভক্তরা করতে লাগলেন বিভিন্ন মন্তব্য। বেশির ভাগ মন্তব্যই ছিল সাধারণ। দুই ভাইবোনকে অভিনন্দন জানিয়ে করা। কিন্তু নাসির অবাক হয়ে ল করলেন কিছু মন্তব্য ছাড়িয়ে গেল সভ্যতার সীমা, রুচির গন্ডি। মন্তব্যগুলো এতটাই কুরুচিপূর্ণ যে লজ্জায় দুঃখে ােভে নাসির নিজের পোস্টটাই সরিয়ে নেন ফেসবুক থেকে। এরপর আরও একটি পোস্টে নিজের ােভ প্রকাশ করে জানিয়ে দেন, ‘অনেক হয়েছে, আমাকে আর অনুসরণ করার দরকার নেই।’
এ ঘটনায় নাসির এতটাই বিরক্ত যে ফেসবুকের প্রতিই তাঁর সব ভক্তি উঠে গেছে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার ভাই ফেসবুকের দরকার নেই। ফেসবুক মানেই অশান্তি। আমি আমার ফেসবুক পেজটাই বন্ধ
কওে দেব। এমন একটি ঘটনা ঘটে গেল যে ভক্তদের সামনে নিজেকে উন্মুক্ত করার শখটাই মিটে গেছে।’
নাসিরের এ ঘটনার কড়া প্রতিবাদ করেছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি তাঁর ফেসবুকের ফ্যানপেজটা বন্ধ করে দিয়েছেন। জাতীয় দলের সতীর্থের এই অবমাননায় ুব্ধ জাতীয় ক্রিকেট দলের অন্যরাও।


নাসির এখন কী করবেন? তাঁর সেই পোস্টে যারা অবমাননাকর ও কুরুচিকর মন্তব্য ছুড়ে দিয়েছিল, তাদের কি তিনি আইনের আওতায় আনবেন? সাইবার-অপরাধ আইনের আওতায় তিনি কি কোনো মামলা করবেন? নাসির অবশ্য এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। জানিয়েছেন, খুব কাছের কিছু মানুষের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, সেদিন যে পরিমাণ বাজে মন্তব্য আমি পেয়েছি, তাতে কয়জনের বিরুদ্ধেই বা ব্যবস্থা নেওয়া যায়! আমি তাদের জন্য কেবল দোয়াই করতে পারি। আল্লাহ তাদেও হেদায়েত করুন।’
দীর্ঘ দিন ধওে ফেসবুকের ফ্যানপেজ থাকলেও এবারের অভিজ্ঞতাটা তাঁকে সাংঘাতিক আহত করেছে বলেই জানিয়েছেন নাসির, ফেসবুকের ফ্যানপেজটা অনেক দিন ধরেই আছে। বেশির ভাগ মানুষই কিন্তু ভালো। খুব সুন্দর সুন্দর মন্তব্য তাঁরা করেন। তাঁদের মন্তব্যগুলো আমাকে ভালো খেলতে উৎসাহিত করে। বাজে মন্তব্য আগে যে পাইনি, তা নয়। কিন্তু তার পরিমাণ ভালোর তুলনায় কমই। গুটি কয়েক মানুষই সমস্যা। তবে সম্প্রতি যা হলো তা আমার জন্য খুব বাজে অভিজ্ঞতা।’
নাসিরের বাজে অভিজ্ঞতা আমাদেরও বাজে অভিজ্ঞতা। এ দেশের ক্রিকেট অঙ্গনেরও বাজে অভিজ্ঞতা। এই বাজে অভিজ্ঞতা সামনে নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কদর্য চিত্রটা। লজ্জায় হেঁট করে দিয়েছে আমাদের সবার মাথা।
সূত্র-প্রথম আলো অনলাইন থেকে নেওয়া।

►পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ব্যাংক কর্মকর্তার বাড়ীতে দুর্ধর্ষ ছিনতাই◄


►পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ব্যাংক কর্মকর্তার বাড়ীতে দুর্ধর্ষ ছিনতাই◄

পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পৌর সদরের সরল এলাকায় এক ব্যাংক কর্মকর্তার বসতবাড়ীতে এ ঘটনা ঘটে। ২ ছিনতাইকারী ব্যাংক কর্মকর্তার বৃদ্ধা মাকে বেঁধে রেখে কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 



থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল এলাকায় কৃষি ব্যাংক কর্মকর্তা জি,এম, শাহজামানের বসত বাড়ী রয়েছে। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি ব্যাংকে এবং পরিবার খুলনায় অবস্থান করছিলেন। একমাত্র বৃদ্ধা মা রহিমা বেগম বাড়ীতে অবস্থান করায় দুর্বৃত্ত এ সুযোগে পানি খাওয়ার অজুহাতে বাড়ীতে প্রবেশ করে বৃদ্ধাকে মুখে কাপড় পেচিয়ে একটি কক্ষে রশি দিয়ে বেঁধে রেখে ঘরের ভিতর থাকা আলমারী ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে তল্লাশী চালায়।

এ সময় দুর্বৃত্তরা আলমারীর মধ্যে কোন কিছু না পেয়ে বৃদ্ধার কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে দুপুর ১২ টার দিকে ব্যাংক কর্মকর্তার ভাইপো তৌহিদুজ্জামান বাড়ীতে এসে বৃদ্ধাকে বেঁধে রাখা অবস্থায় উদ্ধার করে।

খবর পেয়ে থানার ওসি আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

A post by Voice of Paikgacha.

শুভ জন্মদিন চেয়ারম্যান এ্যাড. স ম বাবার আলী

শুভ জন্মদিন চেয়ারম্যান এ্যাড. স ম বাবার আলী ! smile emoticon


আজ পাইকগাছা উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবার আলী‘র ৬৬ তম জন্মদিনে '
পাইকগাছা, খুলনা, বাংলাদেশ'র পক্ষ থেকে ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ আর অভিনন্দন ! (জন্ম :: ১৯৪৯ সালের ৩০ জুন)
শুভ হোক আপনার এবং আপনার হাত ধরে পাইকগাছার ! smile emoticon

--এই কামনায় 

Paikgacha, Khulna, Bangladesh

❄কয়রায় জামায়াতের আমীরের স্ত্রীসহ ১৫০ নারীর বিরুদ্ধে মামলা❄

❄কয়রায় জামায়াতের আমীরের স্ত্রীসহ ১৫০ নারীর বিরুদ্ধে মামলা❄
৩০/০৬/২০১৫❄

কয়রায় বোমাসহ ২৪ গৃহবধূ ‌কে গ্রেপ্তারের ঘটনায় খুলনা দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কয়রা উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিনের স্ত্রী শাহিদা খাতুনসহ ২৮ জনের নাম উল্লেখপূর্বক ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

কয়রা থানার এসআই আলাউদ্দিন বাদি হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪,৫ ও ৬ ধারায় এ মামলা করেন। এজহারভুক্ত অপর আসামিরা হলো, ফাতেমা বেগম, তানজিলা, সাকিলা, আছিয়া, আসমা বানু, শাহিনা পারভীন, মমতাজ পারভীন, হালিমা পারভীন, আসুরা বেগম, মরিয়ম বেগম, তহুরা খাতুন, জহুরা খাতুন, তাসলিমা বেগম, তাসলিমা বেগম-২, মোমেনা খাতুন, কোহিনুর বেগম, খালেদা বেগম, আনোয়ারা বেগম-১, আনোয়ারা বেগম-২, নাজমা বেগম, ইসমত আরা, ফরিদা বেগম, লাইলী বেগম, জাকিয়া বেগম, তাসলিমা খাতুন, খাদিজা ও নূরুন নাহার। এ ছাড়া ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন এসআই প্রবীণ।
আসামিদের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, কয়রা আদালতে বিচারক না থাকায় আসামিদের জামিনের শুনানি হয়নি। আসামিদের আদালতের মাধ্যমে খুলনা কারাগারে পাঠানো হয়। রোববার দুপুরে কয়রা উপজেলা সদরের গোবরা গ্রামের মাওলানা আবদুর হাই এর বাড়ি থেকে গৃহবধূসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, জামায়াতের নারীকর্মীরা ওই বাড়িতে গোপনে বৈঠকে বসে। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে ২৮ জনকে আটক করা হয়। ২৮ জনের মধ্যে ৪ জনের বয়স কম হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। এবং ঘটনাস্থল থেকে ৩টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই আলাউদ্দিন বাদি হয়ে খুলনা দক্ষিণ জেলা আমীর ও কয়রা উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিনের স্ত্রী শাহিদা খাতুনসহ ২৮ জনের নাম উল্লেখপূর্বক ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে। এ মামলায় আটককৃত ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারনামীয় চারজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

A post by ॥Welcome to Paikgacha॥
▣ ৬ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে পাইকগাছা সিনিয়র মাদরাসার....

►আলোচিত অধ্যক্ষ আজহার আলীকে শোকজ’এর সিদ্ধান্ত◄

পাইকগাছা সিনিয়র মাদরাসার আলোচিত দূর্নীতি পরায়ণ অধ্যক্ষ আজহার আলীকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজিং কমিটি। শুক্রবার পরিচালনা পর্ষদের এক জরুরী সভায় প্রায় ৬ লাখ টাকা অর্থ আত্মসাতের ঘটনায় অধ্যক্ষকে শোকজ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য, পাইকগাছা সিনিয়র মাদরাসার আলোচিত অধ্যক্ষ আজহার আলী ইতোপূর্বে চেক জালিয়াতির মামলায় জেল খাটেন এবং সাময়িক বরখাস্ত হন। পরবর্তীতে তিনি আবারো যোগদানের মাধ্যমে ব্যাপক দূর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। বিষয়টি আঁচ করতে পেরে বর্তমান ম্যানেজিং কমিটি মাদরাসার আয়-ব্যয়ের সুষ্ঠু নিরীক্ষার জন্য উপজেলা সমবায় অফিসার এফএম সেলিম আখতারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠণ করেন।
কমিটির নেতৃবৃন্দ গত ২৫ মে চূড়ান্ত অডিট প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে মাদরাসার অধিনস্থ খাল ইজারার অর্থ, বিদ্যুৎ বিল ও টিউশন ফি বাবদ ৪ লাখ ৭৫ হাজার ৮৮৭ টাকা আত্মসাত করেছেন মর্মে অডিটে উল্লেখ করা হয়। এছাড়াও পরবর্তীতে খাল ইজারা বাদ ৯৩ হাজার, ২৩ জন শিক্ষক নিয়োগের ব্যাংক ড্রাফট বাবদ ১১ হাজার ৫শ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়।
এ সব নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি শুক্রবার এক জরুরী সভার আহবান করে। সভায় সকল সদস্যের উপস্থিতিতে অর্থ আত্মসাতের ঘটনায় অধ্যক্ষ আজহার আলীকে শোকজ করার সিদ্ধান্ত গৃহিত হয় বলে ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান জানান।


--মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা।