বুধবার, ২২ জুলাই, ২০১৫

পাইকগাছায় ছাত্রী-শিক্ষকের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ : শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবীতে মানববন্ধন

খুলনার পাইকগাছায় ছাত্রী-শিক্ষকের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এলাকাবাসীর উদ্যেগে বুধবার সকালে গজালিয়াস্থ পাইকগাছা-কয়রা সড়কে ইউপি সদস্য এস,এম মজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি জি,এম ইকরামুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, উদয়ন সংঘের সভাপতি বি,এম আনিছুর রহমান, আলহাজ্ব আব্দুল আজিজ, বাবুল আকতার মোড়ল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনি আমিন ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হযরত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাপ্পি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ হোসেন বাবু, শিক্ষার্থী মাওলাত হোসেন, আল-আমিন, ফৌজিয়া আফিয়া তন্নি ও সাবিকুন্নাহার রুমকি।
 
 উল্লেখ্য, উপজেলার গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামের সাথে একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর ধারণকৃত আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়। এরই প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে শিক্ষার্থীসহ এলাকার শতশত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষক রফিকুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবী জানান।

শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের প্রধান ঈদের জামাত আজ শনিবার সকাল 9 টায় ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। একই স্থানে এলাকার সর্ববৃহৎ মহিলা ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামের দায়িত্ব পালন করেন ক্বারী নূর মোহাম্মদ এবং খুৎবা পাঠ করেন মাওঃ মাসুদুর রহমান।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের প্রধান ঈদের জামাত আজ শনিবার সকাল 9 টায় ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। একই স্থানে এলাকার সর্ববৃহৎ মহিলা ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামের দায়িত্ব পালন করেন ক্বারী নূর মোহাম্মদ এবং খুৎবা পাঠ করেন মাওঃ মাসুদুর রহমান।

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫

পাইকগাছায় হাত-পা বেঁধে পিটিয়ে যুবককে হত্যা

কয়রা সংবাদ : উপজেলার পল্লীতে প্রেমিকার পিতার বাড়ির লোকজন বাড়িতে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে মুখে বিষ ঢেলে প্রেমিক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হৃদয়বিদারক এই ঘটনাটি গতকাল সোমবার দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামে ঘটেছে। হতভাগা যুবকের নাম মিঠু গাজী (২৮)। নিহত মিঠু পার্শ্ববর্তী সিলেমানপুর গ্রামের জনৈক বাক্কার গাজীর পুত্র।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিরাশী গ্রামের ধনাঢ্য হোসেন আলী গাজী ওরফে হোসেন কবিরাজ’র কন্যার সাথে ২/৩ বছরযাবৎ প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারের সদস্যরা জানতো। নিহত মিঠুর মা আলেয়া বেগম বলেন, হোসেন কবিরাজের বাড়িতে আমাকে (মিঠু) ডেকে পাঠিয়েছে এমন কথা জানালে আমি তাকে সেখানে যেতে বারন করি। মিঠুর পিতা বাক্কার গাজী বলেন, বেলা সাড়ে ১২টার দিকে মিঠু আমাকে ফোন দিয়ে বলে, আব্বা হোসেন কবিরাজের বাড়িতে তিন-চার জন আমাকে মেরে আমার গালে (মুখে) বিষ ঢেলে দিয়েছে। আব্বা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে কাঁদতে থাকে। মিঠুর পিতা হোসেন কবিরাজের বাড়িতে পৌঁছানোর আগেই এলাকাবাসি মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে মিঠুর অবস্থা বেগতিক দেখে ডাক্তাররা তাকে দ্রুত খুলনায় নেয়ার পরামর্শ দেন। সাথে সাথে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে আগড়ঘাটা বাজার এলাকা পর্যন্ত পৌঁছালে মিঠু মৃত্যুর কোলে ঢলে পড়ে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনায় প্রেরণ করেছে। লাশের সুরোতহাল রিপোর্ট প্রস্তুতকারী থানার দারোগা আবু সাঈদ বাক্কার গাজীর মোবাইলে রেকর্ডকৃত মিঠুর আকুতি শুনেছি স্বীকার করে বলেন, নিহতের শরীরে কিছু দাগের চিহ্ন পাওয়া গেলেও কিসের দাগ তা নিশ্চিৎ হওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

রবিবার, ১২ জুলাই, ২০১৫

কয়রায় বনদস্যু আটক ২টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার

 কয়রা থানা পুলিশ এক অভিযান চালিয়ে সুন্দরবনের কুক্ষ্যাত বনদস্যু ইমদাদ বাহিনীর সদস্য কামরুল ইসলাম(৩০)কে আটক করেছে।
এসময় পুলিশ জনতার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ২টা পিস্তল ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায়,কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে এস আই আলাউদ্দীন,এএস আই রফিক সঙ্গিয় ফোর্স নিয়ে শুক্রুবার রাত ১১ টায় উপজেলার বাগালী ইউপির হোগলা ব্রীজ সংলগগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, আটককৃত কামরুল সুন্দরবনের বনদস্যু ইমদাদ বাহিনীর সক্রিয় সদস্য। সে তালা থেকে সুন্দরবনে ইমদাদ বাহিনীতে যোগ দিয়ে দস্যুতা চালানোর উদ্যেশ্যে জাওয়ার পথে গোপন সংবাদে খবর পেয়ে হোগলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২টি পিস্তল ও তিন রাউন্ড রাইফেলের গুলি (পিস্তলে ব্যাবহার যগ্য) উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে পুলিশ শুক্রুবার রাতেই কয়রা থানায় অস্ত্র আইনের ১৯/এ এফ ধারায় মামলা দায়ের করেছে। কয়রা থানার মামলা নং-৮।
আটককৃত বনদস্যু কামরুল জানান,পিস্তল দুটি কপিলমুনি এলাকার জনৈক্য বাবলু তাকে সুন্দরবনে ইমদাদ বাহিনির নিকট পৌছে দেওয়ার জন্য পাঠিয়েছিল। আটককৃত বনদস্যু কামরুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার মুড়োগাছা এলাকার জিল্লার রহমানের পুত্র।

রবিবার, ৫ জুলাই, ২০১৫

≠ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার◄≠

পাইকগাছা ডেস্ক :
পাইকগাছায় এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ কপোতাক্ষ নদ থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মৃতদেহটি আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের সুকুমার ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৩১) এর বলে সনাক্ত করা হয়েছে।
ঘটনার দিন,রবিবার সকালে মৃত দেহটি শিবসা নদী হয়ে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে রাড়ুলী আর.কে.বি.কে ইনস্টিটিউট সংলগ্ন কপোতাক্ষ নদে আটকে যায়। পরে খবর পেয়ে পাইকগাছা থানার ওসি (তদন্ত) শ্যামলাল নাথ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

শুক্রবার, ৩ জুলাই, ২০১৫

►পাইকগাছায় রমজানে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে বেগুন ও কাঁচা মরিচ◄



পাইকগাছায় বেগুন ও কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। 
পবিত্র মাহে রমজানের গত ১৫ দিনে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে হাট বাজারগুলোতে। ফলে প্রয়োজনীয় এ দুটি নিত্য পন্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় মাহে রমজানের সুযোগ কাজে লাগিয়ে বিক্রেতারা খুচরা মূল্য বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার সকালে পৌর কাঁচা বাজারে দেখা গেছে, রমজানের আগে যে বেগুনের কেজিপ্রতি মূল্য ছিল ৩০-৩৫ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে। কাঁচা মরিচের ৫০-৬০ টাকার স্থলে ১২০ টাকা। এদিকে পিঁয়াজ-রসুন থেকে শুরু করে কাচ কলা, পটল, ঝিঙে, পেঁপে সহ অন্যান্য সবজির মূল্য অনেকটাই স্বাভাবিক থাকলেও পৌর বাজার, সরল বাজার, জিরো পয়েটস্থ বউ বাজার, নতুন বাজার, মানিকতলা হাট, গদাইপুর হাট, আগড়ঘাটা বাজার, কপিলমুনি হাটসহ উপজেলার প্রায় প্রতিটি হাট বাজারে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে বেগুন এবং কাঁচা মরিচ।
এ ব্যাপারে পৌর বাজারের ব্যবসায়ী আশিকুল জানান, বর্তমানে অন্যান্য সবজির মূল্য স্বাভাবিক থাকলেও বেগুন ও কাঁচা মরিচের দাম গত ১৫ দিনে প্রায় দ্বিগুন পেয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সরবরাহ কম থাকায় দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে, ব্যবসায়ী মুন্না।
রমজানের শেষ দিকে হলেও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হোক এমনটাই দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
A post by Voice of Paikgacha.

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে গতকাল বৃহস্পতিবার আন্তঃ পৌরসভা ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে গতকাল বৃহস্পতিবার আন্তঃ পৌরসভা ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।



A post by Voice of Paikgacha.