মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

►পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ব্যাংক কর্মকর্তার বাড়ীতে দুর্ধর্ষ ছিনতাই◄


►পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ব্যাংক কর্মকর্তার বাড়ীতে দুর্ধর্ষ ছিনতাই◄

পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পৌর সদরের সরল এলাকায় এক ব্যাংক কর্মকর্তার বসতবাড়ীতে এ ঘটনা ঘটে। ২ ছিনতাইকারী ব্যাংক কর্মকর্তার বৃদ্ধা মাকে বেঁধে রেখে কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 



থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল এলাকায় কৃষি ব্যাংক কর্মকর্তা জি,এম, শাহজামানের বসত বাড়ী রয়েছে। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি ব্যাংকে এবং পরিবার খুলনায় অবস্থান করছিলেন। একমাত্র বৃদ্ধা মা রহিমা বেগম বাড়ীতে অবস্থান করায় দুর্বৃত্ত এ সুযোগে পানি খাওয়ার অজুহাতে বাড়ীতে প্রবেশ করে বৃদ্ধাকে মুখে কাপড় পেচিয়ে একটি কক্ষে রশি দিয়ে বেঁধে রেখে ঘরের ভিতর থাকা আলমারী ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে তল্লাশী চালায়।

এ সময় দুর্বৃত্তরা আলমারীর মধ্যে কোন কিছু না পেয়ে বৃদ্ধার কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে দুপুর ১২ টার দিকে ব্যাংক কর্মকর্তার ভাইপো তৌহিদুজ্জামান বাড়ীতে এসে বৃদ্ধাকে বেঁধে রাখা অবস্থায় উদ্ধার করে।

খবর পেয়ে থানার ওসি আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

A post by Voice of Paikgacha.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন