মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

▣ ৬ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে পাইকগাছা সিনিয়র মাদরাসার....

►আলোচিত অধ্যক্ষ আজহার আলীকে শোকজ’এর সিদ্ধান্ত◄

পাইকগাছা সিনিয়র মাদরাসার আলোচিত দূর্নীতি পরায়ণ অধ্যক্ষ আজহার আলীকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজিং কমিটি। শুক্রবার পরিচালনা পর্ষদের এক জরুরী সভায় প্রায় ৬ লাখ টাকা অর্থ আত্মসাতের ঘটনায় অধ্যক্ষকে শোকজ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য, পাইকগাছা সিনিয়র মাদরাসার আলোচিত অধ্যক্ষ আজহার আলী ইতোপূর্বে চেক জালিয়াতির মামলায় জেল খাটেন এবং সাময়িক বরখাস্ত হন। পরবর্তীতে তিনি আবারো যোগদানের মাধ্যমে ব্যাপক দূর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। বিষয়টি আঁচ করতে পেরে বর্তমান ম্যানেজিং কমিটি মাদরাসার আয়-ব্যয়ের সুষ্ঠু নিরীক্ষার জন্য উপজেলা সমবায় অফিসার এফএম সেলিম আখতারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠণ করেন।
কমিটির নেতৃবৃন্দ গত ২৫ মে চূড়ান্ত অডিট প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে মাদরাসার অধিনস্থ খাল ইজারার অর্থ, বিদ্যুৎ বিল ও টিউশন ফি বাবদ ৪ লাখ ৭৫ হাজার ৮৮৭ টাকা আত্মসাত করেছেন মর্মে অডিটে উল্লেখ করা হয়। এছাড়াও পরবর্তীতে খাল ইজারা বাদ ৯৩ হাজার, ২৩ জন শিক্ষক নিয়োগের ব্যাংক ড্রাফট বাবদ ১১ হাজার ৫শ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়।
এ সব নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি শুক্রবার এক জরুরী সভার আহবান করে। সভায় সকল সদস্যের উপস্থিতিতে অর্থ আত্মসাতের ঘটনায় অধ্যক্ষ আজহার আলীকে শোকজ করার সিদ্ধান্ত গৃহিত হয় বলে ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান জানান।


--মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন